দেশজুড়ে

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পাবনায় নির্মাণাধীন একটি বাড়ির সামনে থেকে শাহাদত হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শাহাদত হোসেন পাটকিয়াবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই যুবক মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। তার চুরির অভ্যাসও ছিল।

ওসি জানান, পাটকিয়াবাড়ি গ্রামের কামরুল ইসলাম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সামনে মরদেহটি পড়েছিল। তাকে মৃত অবস্থায় একটি গাছের সঙ্গে হেলান দিয়ে রাখা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ওই যুবক নির্মাণাধীন বাড়িটিতে কিছু চুরি করার উদ্দেশ্যে হয়ত ঢুকেছিলেন। রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

আরএআর/পিআর