স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন বদলি

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন বদলি

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলে পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে।

Advertisement

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তাদেরকে স্ব স্ব বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ শাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

Advertisement

এছাড়া অপর এক আদেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক (স্বাস্থ্য অধিদফতরের ওএসডি) অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুককে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মোত্তালেব হোসেনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এমইউ/এএইচ