দেশজুড়ে

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, শিবির নেতাসহ ২১ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীসহ ২১ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ এ রায় দেন। রায় ঘোষণার সময় ২১ জন আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের একটি খাবার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২২ জনের বিরুদ্ধে মামলা করে। পরে ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান। রোববার বিচারক ২১ জনকে কারাদণ্ড দেন।

ওসি দিদারুল বলেন, রায় ঘোষণার পর সাত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম