হিসেব আছে এ রকম তুমি আসবে কোনো এক স্নিগ্ধ সকালেএকটি গোলাপ হাতেআমার হাতে হাত রেখে অতঃপর জানাবে সুপ্রভাত।
ফুল ছাড়া অন্য কিছু প্রত্যাশা নেইভালোবাসাও নেই দেবো অমল কোনো প্রতিদান।
আমিও বাড়িয়ে দেব দু’হাত, শুধুই হাতআর সুভাস উত্থিত এক বুকআর কিছু শব্দ, যা অতি যত্নে সাজিয়ে রাখাতোমার জন্যে—আমার ভালোবাসার মঞ্জুরী
ভালোবাসা ছাড়া আমারও যে সম্পদ নেই।
এসইউ/এমকেএইচ