সাহিত্য

আবু আফজাল সালেহের চারটি কবিতা

আমি কিছু কি হারিয়েছি

আমি কি কিছু হারিয়েছি?মনে হয় পাঁজর খুলে গেছেবাতব্যথার মতো কুন-কুন করে শুধু।

কী যে যন্ত্রণা—শুধু মন্ত্রণা;দৃষ্টিশক্তিও ক্ষয়ে গেছে—স্বচ্ছ নীল আকাশটাও কালোমেঘে ঢাকা যেনশুভ্রমেঘবালিকারাও ক্ষ্যাপাটে মনে হয়!আমার ঘ্রাণশক্তিটিও মরে গেছে—হাসনাহেনার সুবাসকে টক বলে মনে হয়।

আমি কিছু কি হারিয়েছি?সমুদ্রের গর্জন, পাখির কলরব অথবা যৌবনের ডাকশুনতেই পাচ্ছি না যে!

তাহলে আমি কি বধিরও হয়ে গেলাম!

****

সকরুণ বাংলাদেশ

ভাদরের তপ্ত দুপুর, চলনবিলের কাছাকাছিরেললাইনের দুধারে পানি আর পানিকাছেই একটা মহিষ শুধু মাথা উঁচু করেসমস্ত দেহ পানিতে ডুবিয়েএকটা গঙ্গাফড়িং মাথাটিপরিষ্কার করছে সরু হুল দিয়ে—তার চলন্ত আবছা পাখায় সোনালি রৌদ্রছায়াসবুজ পানির টলমল;কয়েকটি মাছরাঙার ওড়াউড়িস্বচ্ছ নীল আকাশ ভেদ করে কয়েকটি চিল, কিছু শকুন।

মহিষের মুখ যেন মখমলে কিন্তুসকরুণ বাংলাদেশ।

****

বোধ জাগানোর এখনই সময়

বিষ নেই আমাদের কণ্ঠেঝাঁজ নেই আমাদের দেহেস্বাদ নেই আমাদের জিভে।

বিবেক নেই আমাদের প্রাণেঐকতান নেই আমাদের গানে।

বিষ চাইস্বাদ চাইঝাঁজ চাইবোধ চাই— এক দেহে, এক প্রাণে।

যায় চলে যায়— সময়-অসময়বোধ জাগানোর এখনই সময়।

****

জলকন্যার আঁকা-আঁকি

জলকন্যা জলরেখায় পথ আঁকে।বৃষ্টির সুর বাজায়বৃষ্টিঝড়ও আঁকে।উতাল হাওয়ার স্রোত বাঁধেশালিক-দোয়েলের স্নান আঁকে।

আঁকা মুছে ফেলে বারবারজলকন্যা আঁকে আবার।

মোছামুছি আঁকা-আঁকিতে চলে বহুপথ।

এসইউ/এএ/পিআর