প্রায় ২০ কোটি টাকার ৮৬ শতাংশ সরকারি জমি উদ্ধার করে বিএনপি নেতার করা মামলার আসামি হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।
Advertisement
১৬ সেপ্টেম্বর বিএনপি নেতা ফিরোজ হায়দার খান আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে তাদের বিরুদ্ধে এ মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নাজিরপাড়া এলাকায় সিএস খতিয়ান ৩০৯, এসএ খতিয়ান ইজা-১ ও ২৮৬১ নম্বর দাগে ৮৪ শতাংশ সরকারি পুকুর রয়েছে। ২ নম্বর খতিয়ানে ৩৩০০ নম্বর দাগে সড়ক ও জনপথ বিভাগের ৬ শতাংশ জমি রয়েছে। এই জমি করটিয়া জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর কাছ থেকে ১৯৪১ ও ১৯৪২ সালে গোড়াই এলাকার ওয়াজেদ আলীর ছেলে আব্দুল মান্নান জমিদারি পত্তন নেন।
পরবর্তীতে টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা ফিরোজ হায়দার খান ২০০৭ সালে ১৯ জুলাই মির্জাপুর রেজিস্ট্রি অফিসে আব্দুল মান্নানের স্ত্রী জেবুননেছার কাছ থেকে ২৪১১ ও ২৪১২ নম্বর দলিল মূলে ক্রয় করেন। পরে অ্যালার্ট নোটিশের মাধ্যমে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ৭৩/২০০৭/০৮ ও ৭৪/২০০৭/০৮ নম্বরে নিজ নামে দুটি নামজারি করেন। নিজ নামে নামজারি করাতে পারলেও খাজনা প্রদানের জন্য হোল্ডিং চালু করতে পারেননি ফিরোজ হায়দার খান।
Advertisement
চলমান জরিপে ফিরোজ হায়দার খানের নামে জমিটি মাঠ জরিপে রেকর্ড হয়। পরবর্তীতে রেকর্ডের বিরুদ্ধে সরকার পক্ষ টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে আপত্তি (১১৮০৪/০৯) দেন। আপত্তির প্রেক্ষিতে জোনাল সেটেলমেন্ট অফিস ফিরোজ হায়দারের নামে রেকর্ড বাতিল পূর্ব ১৪/০৬/২০১০/৮৩৮(৪) নম্বর স্মারকে পুনরায় শুনানির আদেশ দেন।
ফিরোজ হায়দার খান শুনানিতে উপস্থিত না হয়ে টাঙ্গাইলের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মাহবুবা হাসনাতের বিরুদ্ধে হাইকোর্টে ৫৭৯১/২০১০ রিট পিটিশন করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট পুনরায় শুনানির চিঠির কার্যক্রম স্থগিত করেন। সেই সঙ্গে পুকুর ফিরোজ হায়দার খানকে ভোগ করার নির্দেশ দেন হাইকোর্ট।
সারাদেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে মির্জাপুর উপজেলা প্রশাসনের বেশিরভাগ কার্যক্রম করোনাকেন্দ্রিক হয়ে পড়ে। এ সুযোগে ফিরোজ হায়দার খান রাতের আঁধারে পুকুরে মাটি ভরাট করে শ্রেণি পরিবর্তনের কাজ শুরু করেন। এছাড়া পুকুরের চারপাশে প্রাচীর নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার অবৈধকাজ বন্ধ করেন। সেই সঙ্গে সরকারি মালিকানার পুকুরে সাইনবোর্ড লাগান। প্রশাসনের নির্দেশ অমান্য করে ফিরোজ হায়দার খান রাতের আঁধারে পুকুর ভরাট করেন।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসন পুকুরের চারপাশের প্রাচীর ভেঙে ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে পুনরায় পুকুরে পরিণত করেন।
Advertisement
এ ঘটনার পর ফিরোজ হায়দার খান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনকে ৩০ মে ও ৩১ আগস্ট দুটি উকিল নোটিশ পাঠান। পরে ফিরোজ হায়দার খান জেলা প্রশাসক, মির্জাপুরের ইউএনও ও অ্যাসিল্যান্ডের নামে আদালত অবমাননার অভিযোগ এনে ১৬ সেপ্টেম্বর মামলা করেন।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা ফিরোজ হায়দার খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, ২০১৩ সালে হাইকোর্টের একটি আদেশ আছে। তাতে বলা আছে, কোনো জলাধার ভরাট করা যাবে না। ফিরোজ হায়দার খান সেই আইন আমান্য করেছেন। আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ফিরোজ হায়দার খান রাতের আঁধারে পুকুর ভরা করেছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গণি বলেন, প্রশাসন জনস্বার্থে রাষ্ট্রের পক্ষে কাজ করছে। ফিরোজ হায়দার খান উচ্চ আদালতকে ভুল বুঝিয়ে অন্যায়ভাবে ব্যবহার করে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন।
এস এম এরশাদ/এএম/জেআইএম