দেশজুড়ে

দিনে-দুপুরে ডাকাতি, দুইদিনেও উদ্ধার হয়নি মালামাল

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার দুইদিন পার হলেও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা শহরের কাউতলি এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

সংঘবদ্ধ ডাকাত দলটি কীভাবে দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে অনায়াসে ফিরে গেল- পুলিশ এখনও পর্যন্ত সেটির রহস্যও উদঘাটন করতে পারেনি। শহরে দিনে-দপুরে এমন চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতির ঘটনার পর প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খানম জানান, বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দুইজন লোক গ্যাসের লাইন চেকআপ করবেন বলে বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও ছয়জন বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর বাড়ির সবাইকে বেঁধে প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে। এ সময় ঘর থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অজ্ঞাত আটজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খানম। মামলার পর বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে রিগান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ডাকাতির ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মালামাল উদ্ধারে অভিযান চলছে।’

আজিজুল সঞ্চয়/এএইচ/জেআইএম