রাষ্ট্রয়াত্ব চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধের প্রতিবাদে দিনাজপুরের সেতাবগঞ্জে খালি থালা হাতে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।
শনিবার (১৯ ডিসেম্বর) সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়েছে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা। পরে চিনিকল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তৃতা করেন সেতাবগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আলী সরকার প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকলসহ সারাদেশের সব চিনিকলের আখ মাড়াই চালুসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। কর্মসূচিতে দুই শতাধিক শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা খালি থালা হাতে অংশ নেন।
এমদাদুল হক/এএএইচ/এমএস