চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মহি উদ্দিন।
রোববার দুপুর একটার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের বাজারপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মহি উদ্দিন বলেন, সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই আমার এজেন্ট ছিল। ভোটও সুষ্ঠুভাবে গ্রহণ করা হচ্ছিল। দুপুর ১২টার পর প্রতিটি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা। আমার পরিবারের সদস্যদেরও ভোট দিতে দেয়া হয়নি। তারা জোরপূর্বক ভোটারদের ভোট নিয়ে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি। এ কারণে আমি নির্বাচন বর্জন করছি।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান কাদির গনু বলেন, আলমডাঙ্গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। আসলে জনগণই তাকে বর্জন করেছে।
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ করেননি। তাছাড়া নির্বাচনের পরিবেশ শান্ত রয়েছে।
সালাউদ্দীন কাজল/এফএ/এমএস