বগুড়ায় তানভীর রহমান (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা গটে। আহত তানভীর ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাড়ি এলাকার রতন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৮টার সময় তানভীর তার নিজস্ব মোটরসাইকেলে বসেছিলেন। ওই সময় অজ্ঞাত কিছু যুবক অপর প্রান্ত থেকে মোটরসাইকেলে এসে তার পেটে ছুরি মেরে চলে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, ছুরিকাঘাত হওয়া স্থানে প্রতিদিন বিপুল সংখ্যক বখাটে ছেলেদের আড্ডা বসে। এ কারণে প্রায় সেখানে বিভিন্নরকম ঝামেলা হয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুর কালাম আজাদ বলেন, ‘ঘটনার পরে আমরা আহতের সঙ্গে কথা বলেছি। তবে প্রাথমিকভাবে সে কাউকে চিনতে পারেনি। তার পেটের বামে ও বুকের নিচে ২ জায়গায় আঘাত হয়েছে।’
জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এসজে/এমকেএইচ