মারামারি ও বিস্ফোরক আইনের তিনটি মামলায় কোম্পানীগঞ্জের প্রেস ক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল ও একটি মামলায় জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ চারজন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী ২নং আমলি আদালতের বিচারক এস এম মোছলে উদ্দিন নিজামের আদালত জামিনের এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী হারুনুর রশীদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একই আদালতে বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার ও তাদের অনুসারী ফখরুল ইসলাম সৌরভ। তাদের তিনজনের বিরুদ্ধে একটি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা ছিল।
তিনি আরো বলেন, আর সাংবাদিক রাসেল দুটি মারামারি ও বিস্ফোরক এবং একটি মারামারি মামলার আসামি ছিল।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক সাংবাদিক, এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে আটক করে পুলিশ।
এসএমএম /এমকেএইচ