দেশজুড়ে

অনলাইনে চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে।

রোববার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী চলা এ প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন। এ ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এ বি এম আব্দুল হালিম, জনসংযোগ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস