গাজীপুরের শ্রীপুরে লকডাউন নিদের্শনা অমান্যকারীদের ১৩ মামলায় পাঁচহাজার ২১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই যুবক লকডাউন দেখতে এসে জরিমানা দিয়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাদের জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, যারা বিনা কারণে ঘোরাঘুরি করছেন তাদের সতর্কতাস্বরূপ জরিমানা করা হচ্ছে। দুই যুবক লকডাউন দেখতে বাইরে এসে ৪০ টাকা ও ৭০ টাকা জরিমানা দিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার ও মোহাম্মদ আলী সিদ্দিকী।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এমআরএম