দেশজুড়ে

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-মাদক উদ্ধার

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলি, এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ৬৪ নম্বর শেডের গলির চালার ওপরে পরিত্যক্ত অবস্থায় এসব পাওয়া যায়।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যটালিয়নের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, কক্সবাজারের উখিয়ারকুতুপালং ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি ঘরের চালার ওপরে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো একটি দেশীয় তৈরি বন্দুক, গুলি ও এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এফআরএম/জেআইএম