দেশজুড়ে

শপিং ব্যাগে মিললো ৩ কেজি ক্রিস্টাল মেথ

কক্সবাজারের টেকনাফে তিন কেজি ওজনের ব্যয়বহুল মাদক ক্রিস্টাল মেথসহ আব্দুল লফিত (৬৪) নামের এক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১ অক্টোবর) টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল লফিত (৬৪) পালানোর সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে র‌্যাব। এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ক্রিস্টাল মেথসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম