বিজিবি দিবস-২০১৫ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে পিলখানার বিজিবি সদর দফতরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠ, আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ঢাকা অঞ্চলের ১৫ জন বীর প্রতীক পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।সংবর্ধনা শেষে প্রধান অতিথি খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যদের কাছে উপহার তুলে দেন।এআর/একে/আরআইপি