দেশজুড়ে

বেনাপোলে বোমাসহ স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আটক

যশোরের বেনাপোল থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বালুন্ডা গ্রামের গোলাম হোসেনের ছেলে আলা হোসেন (২৬), আলী হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৩), ছমির হোসেনের ছেলে সজিব হোসেন (২১) ও কদমতলা বারপোতা গ্রামের তোফাজ্জেলের ছেলে আজগর আলী (৫৪)। তারা সবাই পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলা হোসেন, জাহিদ হোসেন ও সজিব হোসেনকে হাতেনাতে পাঁচটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। তারা স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের সমর্থক। পরে অভিযান চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস থেকে আজগর আলীকে আটক করা হয়। এসময় অফিস থেকে আরও পাঁচটি বোমা উদ্ধার করে পুলিশ।

ওসি মামুন খান আরও বলেন, আটকরা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মো. জামাল হোসেন/ইউএইচ/এএসএম