দেশজুড়ে

সব কেন্দ্রের ফল: নৌকা ১৫৯০৯৭, হাতি ৯২১৬৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) সবগুলো কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। 

সবশেষ বেসরকারি হিসাব অনুসারে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী ১৯২ কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

ফলাফল:

মোট কেন্দ্র: ১৯২, ফলাফল প্রাপ্ত কেন্দ্র-১৯২

আইভী (নৌকা): ১৫৯০৯৭

তৈমুর (হাতি): ৯২১৬৬

ইএআর/এমএমএ/এমএইচআর/এমএস