দেশজুড়ে

রাজৈর উপজেলা চেয়ারম্যান হলেন রেজাউল করিম শাহিন

মাদারীপুরের রাজৈর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিজয়ীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে রেজাউল করিম শাহিন চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. মহাসিন মিয়া পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।’

উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৪ হাজার ২১০জন। পৌরসভার ১১ ইউনিয়নের ৬৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে ২০২১ সালের ১৩ জুলাই রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ মোতালেব মিয়া মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস