দেশজুড়ে

গাজীপুরে ১৮ ঘণ্টায় ৮ মৃত্যুর খবর

গাজীপুরে ১৮ ঘণ্টার ব্যবধানে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সময়ে পৃথক জায়গায় ভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিও রয়েছেন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এছাড়া কাশিমপুর, কোনাবাড়ী, টঙ্গী এবং জেলা সদর থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি পাবনার আতাইকোলা থানার তেলিগ্রামের ইউসুফ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, সকালে বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে হাসান উজ্জামান (৩৮) ও আলমগীর (২০); কোনাবাড়ী থেকে রাবেয়া বেগম (৬৫) নামের এক নারী এবং টঙ্গী পূর্ব থানার নাঈম আহমেদ (২১) ও হীরা আক্তার তন্নি (২০) নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

জেলা সদরের বাড়ীয়া এলাকায় কাশেম কাজী (৪০) নামের এক ব্যক্তি ইঁদুরের বিষপান করলে স্বজনরা হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন (৫০) এক নারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন ও সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম