দেশজুড়ে

বাড়ানো হচ্ছে তদন্ত কমিটির সময় ও সদস্য

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য সংখ্যা ৫ জন থেকে বাড়িয়ে ৮ জন করা হয়েছে। এছাড়া নির্ধারিত ১০ কার্যদিবসে তদন্ত সম্পন্ন না হওয়ায় আরো ১০ কার্যদিবস সময় বৃদ্ধির আবেদন করেছেন তদন্ত কমিটির প্রধান।

তদন্ত কমিটির সদস্য-সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি জেব্রাগুলোর মৃত্যুর কারণ উদঘাটনে ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকা এর বন সংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ। গত ক’দিন আগে তাদের সঙ্গে কেন্দ্রীয় রোগ নির্ণয় ল্যাবে (সিডিআইএল) কর্মরত মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আজম চৌধুরী, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ল্যাব প্রধান অধ্যাপক মো. নুর আলী হাদী খান এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) অঞ্জন কুমার সরকার।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কমিটির সদস্যরা সাফারি পার্কের ঠিকাদারসহ কয়েকজন কর্মকর্তা/কর্মচারীর বক্তব্য নেন। পরে বিকেলে তারা গাজীপুর সার্কিট হাউসে মতবিনিময় করেন।

কমিটির সদস্য অঞ্জন কুমার সরকার জানান, আগামী শনিবার তারা আবার তদন্তে পার্কে আসবেন।

তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে। পরে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরো সদস্যকে কমিটিতে কো-অপ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় বুধবার মন্ত্রণালয়ে ওই তদন্তের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে বলে জানান সদস্য সচিব আব্দুল ওয়াদুদ।

গত ২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৯ জেব্রা এবং ২৯ তারিখে আরো দুইটিসহ মোট ১১টি জেব্রা মারা গেছে। জেব্রা ছাড়াও সেখানে একটি সিংহী ও বাঘের মৃত্যু হয়েছে। এ কমিটি এসব প্রাণির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

এফএ/এমএস