দেশজুড়ে

তিস্তা ব্যারেজে ভারী যান চলাচল বন্ধ

তিস্তা ব্যারেজের বিভিন্ন অংশে নতুন করে ফাটল দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেচ নির্ভর এ ব্যারেজটি।পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা অভিযোগ করে বলেছেন, ব্যারেজের ওপর দিয়ে নিয়ম নীতি তোয়াক্কা না করে ওই ব্যারেজের ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোল গ্রহণের বিনিময়ে ভারী যানবাহন চলাচলের অনুমতি দেয়ায় তিস্তা ব্যারাজের বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। তাই আজ মঙ্গলবার থেকে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন পাউবো কর্তৃপক্ষ।এদিকে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলা ট্রাক-লড়ী শ্রমিক সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধের ঘোষণা তুলে না নেয়া হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।ওই সমাবেশে দাবি করা হয়, বুড়িমারী স্থল বন্দর সচল রাখার স্বার্থে তিস্তা ব্যারাজের কথিত ফাটল ধরার অজুহাতে ভারী যানচলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেই সাথে ২৫ নভেম্বরের মধ্যে ব্যারেজের টোল আদায়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারা নিয়োগ ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করাসহ সাত দফা দাবি তুলে ধরেন তিস্তা বামতীর রক্ষা কমিটির আহ্বায়ক ও লালমনিরহাট জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান।এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোডের ডালিয়া ডিভিশন থেকে এ আদেশের নোটিশ বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এবার ব্যারেজের ওপর যানবাহন চলাচলে টোল আদায়ে ইজারা প্রদান করা হবে না বলেও ওই নেটিশে  জানানো হয়। তবে ব্যারেজের ওপর দিয়ে প্রাইভেট কার মাইক্রোবাস, মোটরসাইকেল-রিকশা, বাইসাইকেল চলাচল করতে পারবে। এক্ষেত্রে কোন টোল প্রদান করতে হবে না। ব্যারেজ রক্ষা করার তাগিদ দিয়ে সোমবার সকালেও পাউবোর পক্ষ থেকে ব্যারেজ এলাকায় মাইকিং করা হয়েছে। ফলে পাউবো ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। পাউবোর একাধিক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি সম্পদ ও প্রচুর টাকা ব্যয়ে নির্মিত এ ব্যারেজ কোনভাবেই আমরা ধ্বংস হতে দিব না। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছে, পাউবোর এ দাবি মেনে নেওয়া হবে না। প্রতিদিন ব্যারেজের ওপর দিয়ে কমপক্ষে দুই শতাধিক ৩০-৩৫ মেট্রিক টন ওজনের মালবোঝাই ট্রাক চলাচল করতে থাকে। এতে ব্যারেজের বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দেয়। সোমবার পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান  সাংবাদিকদের জানান, ব্যারাজের ২,২০,২১.২৪,৩৩ ও ৩৭  নম্বর স্লইচ গেট বরাবর ওপরে ব্যাপক ফাটল ধরেছে। যা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এতে হুমকির মুখে পড়েছে ব্যারেজটির ভবিষ্যৎ। ডালিয়া ডিভিশেনের পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ব্যারেজের ৬টি অংশে নতুন করে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে ব্যারেজটি। তাই ব্যারেজ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো বিক্ষোভ ও প্রতিবাদ আমরা আমলে নিব না। ব্যারেজ রক্ষার জন্য যা করার তাই আমরা করব।