মেহেরপুরের গাংনীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় আম্মান (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিশু আম্মান গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আম্মানের মা হেনা খাতুন জানান, আম্মান রাস্তা পার হয়ে তার দাদির কাছে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আম্মানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম