চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রুবিয়া খাতুন (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
এর আগে সকাল ৮টার দিকে সদর উপজেলার দোস্ত গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া একই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রুবিয়া খাতুন। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন রুবিয়া। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
সালাউদ্দীন কাজল/এমআরআর/জিকেএস