ফরিদপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে শাকিল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শাকিল শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোড রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
শনিবার (৪ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মদনখালী এলাকার বালিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শাকিল তার পাঁচ বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল নামেন। এক পর্যায়ে শাকিল ডুবে যায়। তারপর বন্ধুরা ও স্থানীয়রা জাল ফেলে খুঁজতে থাকেন। খবর পেয়ে ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা প্রায় ৩ ঘণ্টা করে বিকেল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মরদেহ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম