ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাজেদুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার শ্যালক হাবিবুল্লাহ আহত হয়েছেন।
রোববার (১২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার আঞ্চলিক মহাসড়কের বাকবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের ফজলুল হকের ছেলে। আহত হাবিবুল্লাহ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের ফরিদ মীরের ছেলে। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।
আহত হাবিবউল্লাহ বলেন, ‘মাজেদুল ইসলাম সম্পর্কে আমার দুলাভাই হন। তিনি শনিবার আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমরা দুজন মিলে মোটরসাইকেলযোগে সালথা বাজারে যাচ্ছিলাম। এ সময় দুর্ঘটনাটি ঘটে।’
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজ্জাক হোসেন জাগো নিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাজেদুল ইসলাম মারা যান।
এন কে বি নয়ন/এসআর/এএসএম