চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়ার গ্রাম থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গোপালদিয়ার গ্রামের মসজিদ প্রাঙ্গণ থেকে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে। তবে কে বা কারা বোমাসদৃশ বস্তু দুটি ওখানে রেখেছেন সেটি পুলিশ খতিয়ে দেখছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দীন কাজল/আরএইচ