একুশে বইমেলা

মেলায় খন্দকার মাহমুদুল হাসানের ১১টি বই

এবারের বইমেলায় শিশু সাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসানের বিভিন্ন ধরনের ১১টি বই প্রকািশত হয়েছে। তার এ বইগুলো হচ্ছে ‘বাংলা ও বাঙালির ইতিহাস’ এবং ‘ভাষার ইতিকথা’ এ বইদুটি প্রকাশ করেছে তাম্রলিপি। ‘প্রাচীন সভ্যতার ইতিহাস’, ‘পুরাকীর্তির বাংলাদেশ’ ও ‘সেরা সায়েন্স ফিকশন’ এ বইতিনটি প্রকাশ তরেছে পার্ল পাবলিকেশন্স। ‘হিব্রু থেকে ইহুদি’, ‘ইতিহাসের সেরা গল্প’ ও ‘সুন্দরবনের গল্প’ এ বই তিনটি মেলায় এনেছে কথাপ্রকাশ। ঝিঙেফুল থেকে প্রকাশিত হয়েছে ‘মাঝরাতের ছায়ামূর্তি’। ‘প্রাচীন বাংলার আশ্চর্য কীর্তি’ প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমী। প্রকাশনা সংস্থা আদিগন্ত থেকে প্রকাশ হয়েছে ‘ছোটদের হাসির গল্প’ ।এইচএন/পিআর