সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে আবু হাসান (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার কালিয়ানী সীমান্তের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে।
আবু হাসান সীমান্ত সংলগ্ন দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
নিহতের বাবা হায়দার আলী জানান, শনিবার রাত ৯টার দিকে আবু হাসান বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর ভোর ৫টায় দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ফেলে রেখে গেছে এমন খবর পাই।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আবু হাসান চোরাকারবারির কাজ করতেন। তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। তার পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র হয়ে বের হয়ে গেছে। তবে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হলে বিস্তারিত জানা যাবে।
এদিকে চলমান তদন্তের বরাত দিয়ে বিএসএফ দাবি করেছে, সীমান্তে তারা কোনো গুলিবর্ষণ করেননি। মরদেহটি সীমান্তের বাংলাদেশ অংশ থেকে উদ্ধার করা হয়েছে, ভারতীয় অংশ থেকে নয়।
আহসানুর রহমান রাজীব/এসজে/বিএ/আরএইচ/এসআর/এমএস