সম্প্রতি যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। ভারতের আগরতলা সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি রেস্টুরেন্টে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ড. মোজাম্মেল হক বলেন, সম্প্রতি পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বিচ্ছিন্ন ঘটনা, এগুলোতে উদাহারণ হিসেবে ধরা ঠিক হবে না। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী দিনেও পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।সীমান্তে হত্যা বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সীমান্ত হত্যা বিগত দিনের তুলনায় অনেকটাই কমে এসেছে। এ বিষয়ে দু-দেশের সচিব পর্যায়ে ও বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠকে নিয়মিত কথা হচ্ছে। আশাকরি আগামী দিনে এ সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে।এ সময় সচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ১২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।আজিজুল আলম সঞ্চয়/বিএ