জাতীয়

গুলশানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স অফিস অবরোধ

টিম লিডারকে চাকরি ছাড়তে বাধ্য করায় রাজধানীর গুলশানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের অফিস অবরুদ্ধ করে রেখেছে প্রায় দু’শ কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে তারা এই অফিস অবরুদ্ধ করে রেখেছে।প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জাগো নিউজকে জানান, মো. শরীফ আহমেদ ভুইয়া নামে একটি প্রতিষ্ঠানের কনস্ট্রাকসন্স ম্যানেজারকে কোনো কারণ ছাড়া চাকরি ছাড়তে বাধ্য করায় আমরা প্রতিষ্ঠানটিতে অবস্থান করছি। তবে আমরা সড়কে যাইনি। সর্বশেষ রাত ১০টায় পুলিশ আনা হলেও আমরা অফিস থেকে বের হইনি।এবিষয়ে গুলশান থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।উল্লেখ্য, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান।এআর/বিএ