বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে লেখা ‘মাশরাফি’ বইটি। প্রতিদিন বইটির ৩০-৪০ কপি বিক্রি হচ্ছে বলে প্রকাশনা সূত্রে জানা গেছে। বইটি মেলায় ঐতিহ্য প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য প্রকাশনীর কর্মকর্তা আমজাদ হোসেন কাজল জাগো নিউজকে বলেন, প্রতিদিন গড়ে ৩০-৪০ কপি বিক্রি হয় বইটি। তবে ছুটির দিনে ৫০ কপিরও বেশি বিক্রি হয়েছে ‘মাশরাফি’ বইটি। বইটির গায়ে মূল্য লেখা ৬৭৫ টাকা তবে মেলায় বইটি ৫০৫ টাকায় পাওয়া যাচ্ছে। এর প্রচ্ছদ করেছেন নওরোজ ইমতিয়াজ। অনলাইনে এটি পাঠকের হাতে পৌঁছে দিচ্ছে আজকের ডিল। মাশরাফির জীবন গল্পের মতোই ঘটনাবহুল ও রোমাঞ্চকর। মাশরাফির জীবনের এসব ঘটনা নিয়ে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের ‘মাশরাফি’ বই। গত প্রায় আড়াই বছর ধরে মাশরাফিকে নিয়ে কাজ করেছেন লেখক । মাশরাফির বিষয়ে বই লিখতে মাশরাফির বাড়ি ও স্মৃতিবিজড়িত স্থান ভ্রমণসহ কয়েক শত মানুষের সঙ্গে কথা বলেছেন দেবব্রত। এআরএস/এমএস