চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে দিন যাপন করছে বর্তমান ঢাকাই চলচ্চিত্র। প্রতিনিয়ত চলছে পরীক্ষা-নিরীক্ষা। তারমধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন মুখ নিয়ে। আশা জাগিয়ে অনেকেই চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন। তারা আবার হারিয়েও যাচ্ছেন কালের স্রোতে।তবে এই হারিয়ে যাওয়াদের দলে নাম লেখাতে চাননা নতুন নায়ক সাহিল পারভেজ। তিনি বললেন, ‘মেধা ও যোগ্যতা দিয়ে আমি নিজের ভাগ্যটাকে চলচ্চিত্রে গড়ে নিতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’চলচ্চিত্রে আগামীর সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর সাহিল পারভেজ সম্প্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘কাঁটা’ নামের এই ছবিটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা হাসান ফুয়াদ। এখানে পারভেজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ভ্রমর’ খ্যাত নায়িকা সুস্মি আহসান। নতুন এই জুটিকে নিয়ে দারুণ আশাবাদী পরিচালক ফুয়াদ।তিনি বললেন, ‘আমি পারভেজকে খুব কাছ থেকে দেখেছি। ওর মধ্যে চলচ্চিত্র নিয়ে আগ্রহটা আশা ব্যঞ্জক। আমার বিশ্বাস ও ভালো করবে। আর সুস্মি আহসান এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে আশা জাগিয়েছে। এই জুটিকে নিয়ে নারীর উন্নয়নে যে মৌলিক গল্প আর নির্মাণের পরিকল্পনা করেছি আশা করি দর্শক তাতে সাড়া দিবেন।’পরিচালক আরো জানালেন, একটি মেয়ের জীবনে উদ্ভূত নানা সমস্যা ও তা থেকে উত্তরণের প্রচেষ্টাই দেখানো হবে কাঁটা ছবিতে। এখানে মেয়েটির শিক্ষা গ্রহণ করতে শহরে আসা, এখানে তার চলাফেরার নানা প্রতিবন্ধকতা, একটি ছেলের প্রেমে পড়ার পর পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়া এবং তা মোকাবিলা করার মধ্য দিয়ে একটি বিয়োগাত্মক সমাপ্তি দেখতে পাবেন দর্শক।রাকেশ হোসেন নিবেদিত ‘কাঁটা’ ছবিটি ইমপ্রেশনের ব্যানারে প্রযোজনা করছেন রওশন আরা রুবি। এতে একটি আইটেম গানসহ মোট ছয়টি গান থাকবে দেশসেরা গীতিকবিদের কথা ও জনপ্রিয় সব কণ্ঠশিল্পীদের কণ্ঠে। এখানে পারভেজ-সুস্মি ছাড়াও এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, ওমর সানীসহ আরো এক ঝাঁক নতুন তারকা। অনেকের সঙ্গেই প্রাথমিক কতাবার্তা হয়েছে। আসছে ১৯ ফেব্রুয়ারি একটি জমকালো মহরতের মাধ্যমে সবকিছু আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দেয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক হাসান ফুয়াদ।এলএ