বইমেলায় সাহস পাবলিকেশন্স-এর স্টলে পাওয়া যাবে কবি রাইফ ইফতিখারের প্রথম কাব্যগ্রন্থ `ফেরারী ভুলের ভিড়ে’। স্টল নং ৩৭৫।বই প্রকাশ নিয়ে কবি বলেন, বইমেলায় উপস্থিত হতে পারছি না জীবনের দোটানায়। তবে আমি থাকছি হয়তো অন্যভাবে। শারিরিক উপস্থিতি না থাকলেও মন পড়ে থাকবে হয়তো বইমেলার প্রাঙ্গনে। বইমেলায় আমার উপস্থিতি থাকবে আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ `ফেরারী ভুলের ভিড়ে` হয়ে। কোনো এক উদাস দুপুরে কবিতা লেখার মধ্য দিয়ে লেখালেখির শুরু। নিজের কবিতায় তিনি পরিচিত প্রেম ও দ্রোহের কবি হিসেবে। বর্তমানে পড়ালেখা করছেন তুরষ্কের একটি বিশ্ববিদ্যালয়ে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘রানার বাংলাদেশ’র অন্যতম প্রতিষ্ঠাতা।এইচএন/আরআইপি