চলমান অচলাবস্থা নিয়ে মুখ খুলেছে বাংলালিংক। বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আংকিত সুরেকা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলালিংক একজন সিনিয়র ম্যানেজারকে অব্যাহতি দিয়েছে।এ ঘটনায় তার কয়েকজন সহকর্মীর মধ্যে ক্ষোভ ও অশন্তোষ ছড়ায়। দুর্ভাগ্যবশত কয়েকজন কর্মকর্তা, সাবেক কিছু কর্মকর্তা এবং কয়েকজন বহিরাগত বাংলালিংক কর্পোরেট অফিসে এসে প্রবেশ পথে বাধা দেয়। আজ সাধারণ আলোচনা চলাকালে এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।কিন্ত দুর্ভাগ্যজনকভাবে কিছু কর্মী আবেগবশত হয়ে আবারও উত্তেজনা ছাড়ায়। এমতাবস্থায়, দুপুর ২টার দিকে বাংলালিংক অফিস আজকের জন্য ছুটি দেয়া হয়। বাংলালিংক ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের ডিজিটাল অপারেটরে পরিণত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলালিংকের ভবিষ্যত চাহিদা পুরণ এবং ব্যবসায় ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে প্রতিষ্ঠানটির ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে।কর্মীদের নিরাপত্তা এবং স্বতন্ত্র চাহিদার কথা মাথায় রেখে কর্মচারীদের উপকারের জন্য বাংলালিংক একটি স্কিম চালু করেছে যা মনোনীত কর্মীদের সঙ্গে পরামর্শের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।আরএম/বিএ