জঙ্গিদের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে গাইবান্ধায় বসতবাড়ির ভাড়াটিয়া নিবন্ধনের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গাইবান্ধার পুলিশ। এতে বসতবাড়ি ভাড়া দেয়ার সময় বাসা মালিকদেরকে ভাড়াটিয়াদের সংশ্লিষ্ট তথ্য পুলিশের কাছে নিবন্ধনের জন্য বলা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বসতবাড়ি ভাড়া নিয়ে জঙ্গিরা সংগঠিত হচ্ছে এবং সেখান থেকেই তারা গোপনে নানা অপতৎপরতা পরিচালনা করছে। এই বিষয়টি প্রতিরোধে ভাড়াটিয়াদের রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা ও থানা পুলিশের কাছ থেকে এজন্য ভাড়াটিয়া নিববন্ধন ফরম বিনামূল্যে সংগ্রহের জন্য বাড়ির মালিকদের আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বাড়ি ভাড়া দেয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির মালিক ভাড়াটিয়ার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নাম, ঠিকানা, মোবাইল, ই-মেইল নম্বরসহ বিস্তারিত বিবরণ নিবন্ধন ফরমে লিপিবদ্ধ করে ফরমে ভাড়াটিয়ার স্বাক্ষর গ্রহণ করতে হবে। পরে সংশ্লিষ্ট থানায় জমা দিলে থানা কর্তৃপক্ষ ওই ভাড়াটিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে দেখবেন এবং বাড়ির মালিককে থানা কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন সম্পর্কে অবহিত করবেন। অন্যথায় কোনো ভাড়াটিয়া বাড়িতে জঙ্গি ধরা পড়লে সংগত কারণেই এজন্য বাড়ির মালিকও আইনত দায়ী হবেন। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য পুলিশ গাইবান্ধার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে মাইকযোগে বিষয়টি প্রচার করছেন বলেও জানা গেছে। অমিত দাশ/এফএ/এমএএস/আরআইপি