আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৪৬

সিরিয়ার হোমস নগরীতে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত শতাধিক। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা রোববার বলছে, হোমসের প্রবেশ দ্বার আল-আরমানের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৪২ জন নিহত হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হলেও যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববারের বিস্ফোরণে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। সরকারি নিয়ন্ত্রণে থাকা হোমস নগরী বরাবরই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়। এসআইএস/পিআর