বাংলাদেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে সাধারণ মানুষের যেন আর তর সইছে না। আটটায় ট্রেন চালু হওয়ার কথা থাকলেও ভোর সাড়ে ৬টায় স্টেশনে চলে আসেন অনেকেই। এরপর ক্রমেই বাড়তে থাকে মেট্রোস্টেশনের বাইরে অপেক্ষমাণ যাত্রীদের সারি। তবে দুপুর ১২টার পর অনেকেই মেট্রোরেলে চড়তে না পেরে হতাশ হয়ে ফিরে যান।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের বাইরে এমনটাই চোখে পড়ে।
আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সকাল সাড়ে ছয়টা থেকে স্টেশনের ‘এ’ ও ‘সি’ গেটে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। দুপুর ১২টা নাগাদ ‘সি’ গেটের এই লাইন গিয়ে দাঁড়ায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে। এছাড়া ‘এ’ গেটের লাইন ছিল কয়েকশ ফুট পর্যন্ত। এসব লাইনে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন অনেকে। তবে সময় শেষ হয়ে যাওয়ায় আজও মেট্রোরেলে চড়তে না পারার আক্ষেপ নিয়ে বাড়ি ফিরতে হলো তাদের।
সকাল থেকে সময় যত গড়াচ্ছিল লাইনে থাকা মানুষদের ট্রেনে চড়ার সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছিল। আর তাই সাড়ে এগারোটার পর থেকে লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে যায়। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। পরে আর গেট খুলতে দেখা যায়নি। এরপর আর কাউকে স্টেশনে প্রবেশ করতেও দেওয়া হয়নি। ফলে অনেকেই প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মেট্রোরেলে চড়তে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে ট্রেন চলাচলের সময় বাড়ানোর দাবি জানান তারা।
পুরান ঢাকা থেকে আসা নূর মোহাম্মদ বলেন, আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ১২টা বাজার আগেই গেট বন্ধ করে দিলো। ছুটির দিনে আসছিলাম মেট্রোরেলে চড়বো বলে। বিশাল লাইনে দাঁড়িয়েও আজ ট্রেনে উঠতে পারলাম না।
পরিবারের সবাইকে নিয়ে আসা রোজিনা জাগো নিউজকে বলেন, শুক্রবার বন্ধের দিনে আসলাম পরিবারের সবাইকে নিয়ে। সকাল সাড়ে নয়টায় এসে লাইনে দাঁড়িয়েও ভেতরে ঢুকতে পারলাম না। বন্ধের দিনে মানুষের ভিড় থাকবে সেটাই স্বাভাবিক। তাই বন্ধের দিনে সময়টা বাড়ানো উচিত ছিল।
মিরপুর-১০ থেকে আসা জাফর হোসেন বলেন, প্রতিদিনই লাইন দীর্ঘ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ অবস্থায় প্রথম দিকে টিকিট একটু বেশি দেওয়া উচিত।
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম জাগো নিউজকে বলেন, আজকের মতো মেট্রোরেলের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টার পরে আর কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়ার নিয়ম নেই। আগামীকাল আবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ট্রেন চলবে।
আরএসএম/কেএসআর/এমএস