অদম্য মেধাবী সালমান মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সালমান মৃধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ তথ্য জানান তিনি।
এর আগে সোমবার জাগো নিউজে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করে জিপিএ-৫, কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি জেলা প্রশাসকের নজরে পড়তে তিনি তার লেখাপড়ার দায়িত্ব নেন।
সালমান মৃধা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার ছেলে। সে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করে লেখাপড়া করে।
জেলা প্রশাসক সালমান মৃধার কলেজে ভর্তি ও পড়ালেখার যাবতীয় খরচ ও তার ছোট ভাইয়ের পড়ালেখার ব্যয়ভার বহনসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ ব্যাপারে সালমান মৃধা জাগো নিউজকে বলেন, আমার পরিবার ও আমার জীবন কাহিনী শুনে তিনি আমার ও আমার ছোট ভাইয়ের লেখাপড়ার সমস্ত ব্যয়ভার বহনসহ আমাদের পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমি জাগো নিউজকে ধন্যবাদ জানাই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন ঢালী জাগো নিউজকে বলেন, সালমান মৃধাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে ডিসি স্যারের নিকট বিস্তারিত জানাই। তিনি তার লেখাপড়ার দায়িত্ব নেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সালমানকে নিয়ে প্রকাশিত সংবাদটি দেখে তাকে কার্যালয়ে ডেকে লেখাপড়ার সকল দায়িত্ব নেওয়া হয়েছে। তাদের পরিবারের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস