চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তে ঢুকে পড়া দুই বাংলাদেশি যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- দর্শনা উপজেলার বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল ও একই এলাকার বুদু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী সাগর।
বিজিবি সূত্র জানায়, বিকেলে সীমান্তে কাঁটাতারের বেড়া দেখার জন্য যান মুকুল ও সাগর। এসময় ভুলবশত দুজনে শূন্য লাইন অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবি যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস