দেশজুড়ে

প্রেমের বিয়ের দেড় বছর পর গলায় ফাঁস নিলেন গৃহবধূ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় যৌতুকের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ (১৮)।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম লিজা আক্তার। তিনি দেওয়ানপাড়া এলাকার আ. করিমের মেয়ে।

এ ঘটনায় গৃহবধূর নানি শাশুড়ি মেহেরুনকে (৬০) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রেমিকের হাতে মার খেয়ে গলায় ফাঁস নিলেন কলেজছাত্রী

স্থানীয়রা জানান, প্রেমের সূত্র ধরে দেড় বছর আগে ছোট ফাউসা পশ্চিমপাড়া এলাকার সেলিমের ছেলে তানভীর হাসানের (২৫) সঙ্গে লিজার বিয়ে হয়। কিন্তু তানভীরের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে মেনে নেয়। টাকা দিতে না পারায় লিজাকে তার বাবার বাড়ি রেখে পরিবারের চাপে বিদেশে চলে যান তানভীর।

লিজার বাবা আ. করিম বলেন, ‘যৌতুক দাবির ঘটনায় লিজা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা করে। মঙ্গলবার লিজার মামলার হাজিরার তারিখ ছিল। দিনে হাজিরা দিয়ে বাসায় এসে রাতে সে আত্মহত্যা করে।’

আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়েছে। লিজার নানি শাশুড়িকে আটক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম