ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। মেলার শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর চাপ কম থাকলেও গত কয়েকদিন ধরে জমজমাট মেলাপ্রাঙ্গণ। এবার মেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে চলছে নানা অফার। এদিকে মেলায় গাজী গ্রুপের বিভিন্ন পণ্য বিশেষ ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে ক্রেতারাও গাজী গ্রুপের বিভিন্ন পণ্য কিনতে প্যাভিলিয়নটিতে ভিড় করছেন।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার গাজী গ্রুপের প্যাভিলিয়নে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।
জানা যায়, মেলা উপলক্ষে গাজী গ্রুপের বিভিন্ন পণ্যে ১০ শতাংশ ছাড় চলছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে গিজার ১২ হাজার ৪২০ টাকা, বেসিন ১২ হাজার ৯৬০ টাকা, চুলা ১২ হাজার ৯৬০ টাকা, ইন্ডাকশন কুকার তিন হাজার ৮৮৮ টাকা, গাজী পাম্প তিন হাজার ৫০০ টাকা থেকে তিন লাখ ৫০ হাজার টাকা, কিচেন সিংক দুই হাজার ৫১২ টাকা, গাজী ট্যাংক এক হাজার ৭৬০ টাকা থেকে এক লাখ ৬৪ হাজার টাকা, টায়ার এক হাজার ২০০ টাকা থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: মিয়াকোর প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়
আসিফ রহমান নামের এক ক্রেতা বলেন, বাণিজ্যমেলায় দুপুরে এসেছি। গাজী গ্রুপের প্যাভিলিয়নে প্রবেশের পর তাদের নানা ডিজাইনের পণ্য দেখে মুগ্ধ হই। তারা পণ্যগুলোয় ব্যাপক ডিসকাউন্ট দিয়েছে। এখান থেকে বাসার জন্যে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো।
মোস্তফা কামাল নামের আরেক ক্রেতা বলেন, ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা হয়নি। আজ পরিবার নিয়ে বাণিজ্যমেলায় এলাম। মেলায় এসে গাজী গ্রুপের প্যাভিলিয়ন চোখে পড়লো। এখান থেকে একটি ব্লেন্ডার কিনে নিয়ে যাবো ভাবছি।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় কিয়ামের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
গাজী গ্রুপ প্যাভিলিয়নটির ইনচার্জ এবিএম এনায়েতুল্লাহ সরকার বলেন, গাজী গ্রুপের পণ্যগুলো ক্রেতাদের খুবই পছন্দের। তাই মেলার শুরু থেকে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, এবার ভালো কেনাবেচা হবে।
মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় দুরন্ত বাইসাইকেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়ষ্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/বিএ/এএসএম