নারায়ণগঞ্জের ফতুল্লায় পুকুরে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার শিয়াচর হাজিবাড়ী সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে নবজাতকের মরদেহ ভেসে থাকতে দেখেন লোকজন। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।
নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।
Advertisement
তিনি বলেন, নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কেউ রেখে গেছেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম