জাতীয়

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১৩ মামলা

রাজধানীর মতিঝিল এলাকায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের অপরাধে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে ২৬শ টাকা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত অভিযান থেকে এ দণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুস। ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিল্লাল নামে একজনকে এক মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে। মো. কুদ্দুস জাগো নিউজকে বলেন, রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।  এর আগে দুপুরের দিকে একই আদালত প্রকাশ্যে ধূমপানের দায়ে ব্যাংকার, ছাত্রসহ চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের দায়ে আইনজীবীর গাড়িসহ চার চালককে জরিমানা করা হয়। মো. কুদ্দুস আরো জানান, মতিঝিল শাপলা চত্ত্বর, দিলকুশা, বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তাসহ সংশ্লিষ্ট এলাকার ফুটপাতের প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।জেইউ/এনএফ/এবিএস