রাজবাড়ীর কালুখালী উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রবিন (১৫) নামে এক কিশোরেরর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন মদাপুর ইউনিয়নের কুটি মনির ছেলে।
স্থানীয়রা জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালীর সূর্যদিয়া এলাকায় এলে অসাবধানতাবশত রবিন ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু ঘটনার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এসজে/এমএস