ঝালকাঠির কেফাইন নগরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার ভোরের এ ঘটনায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর মালিক মনির খান বলেন, গত রাতে পরিবারের লোকজন তার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তিনি বাসায় রাত ১১টা পর্যন্ত ছিলেন। পরে অন্য বাসায় ঘুমাতে যায়। ফজরের নামাজ পড়তে উঠার সময় তার চাচা জিলাপ খান ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে সবাই এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মনির আরও বলেন, তার বসত ঘরে আগুন পূর্ব পরিকল্পিতভাবে দেয়া হয়েছে। ঘটনাস্থল ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আতিকুর রহমান/এসএস/এমএস