দেশজুড়ে

প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

আগামী ২২ মার্চ পিরোজপুররে ৫টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থীরা। অনেকে আবার পছন্দের প্রতীক পেয়ে মিষ্টিমুখ করিয়েছেন, অনেকে ছুটছেন ছাপাখানায় কত দ্রুত পোস্টার পাওয়া যায় তা নিশ্চিত করতে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হতেই ইউনিয়ন পরিষদগুলোতে প্রচার-প্রচারণার মাত্রা এতো বেড়ে গেছে যে মনে হচ্ছে কোনো উৎসব আসছে। প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন। বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন। অনেকে আবার মসজিদ-মন্দিরে গিয়ে দোয়া চাচ্ছেন বা পূজা দিচ্ছেন বলে জানা গেছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হাটে-বাজারে পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে। সুতো টাঙিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার।দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল। বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন। অন্যদিকে কথা বলেছেন এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে। কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬ জন প্রার্থী। হাসান মামুন/এসএস/এমএস