চট্টগ্রামের মীরসরাইয়ে স্বাধীনতা মেলায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ হামলার ঘটনায় এক সৌদি প্রবাসী ব্যক্তিসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুবৃর্ত্তরা এসময় বিভিন্ন স্টলে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে তারা হলেন, মিরসরাই পৌরসভার বাসিন্দা সৌদি প্রবাসী মাঈনুল ইসলাম রুবেল (৩২) ও মেলার স্টলের স্টাফ দেলোয়ার হোসেন (১৪)। আহতদের চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নেয়ার পর সন্ত্রাসীরা দ্বিতীয় দফায় সেখানে হামলা চালিয়ে একটি মোটর সাইকেল ভাঙচুর করেছে। একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সন্ত্রাসীরা ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালালেও পুলিশ কাউকে আটক করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।আহত প্রবাসী মাঈনুল ইসলাম রুবেল জানান, হামলার সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা ইউএস ডলার, নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণের চেইন লুটে করেছে। আহতদের মধ্যে দেলোয়ার মাস্তান নগর হাসপাতাল ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় রাত দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থানাস্তর করা হয়েছে।জানা গেছে, গত ১ মার্চ থেকে মীরসরাই স্টেডিয়ামে চলছে ২০ দিন ব্যাপী স্বাধীনতার মেলা। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। শুক্রবার ছিল মেলার চতুর্থ দিন। রাতে মেলার কার্যক্রম বন্ধ হওয়ার আগ মুহুর্তে ২০/২৫ জনের সন্ত্রাসী মেলা প্রাঙ্গণে হামলা চালিয়ে লুটপাট করে।এসময় মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণ ভয়ে পালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ করলেও কাউকে আটক করেনি। হামলায় আহতদের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সন্ত্রাসীরা ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান’ দিয়ে হাসপাতালে হামলা চালায়। সেখানে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশের সহায়তা নিয়ে আহত প্রবাসী রুবেলকে তার স্বজনেরা মাস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপরাগতা প্রকাশ করলে তাকে রাত দেড়টায় ১টার দিকে চমেকে নিয়ে যাওয়া হয়।মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু জানান, সরকার দলীয় লোকজন প্রকাশ্যে এ হামলা ও লুটপাটের ঘটনা করেছে। পুলিশ তাদের আটক করেনি। তিনি জানান, এ ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি পরিকল্পিতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে বলেও জানান তিনি।মীরসরাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিপাঙ্কর রায় স্বাধীনতা মেলার সার্কেসে প্রবেশ নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা থেকে হামলা ঘটনা ঘটেছে দাবি করে বলেন, এতে একজন সামান্য আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।জীবন মুছা/এসএইচএস/এমএস