জাতীয়

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান

লাইসেন্সবিহীন ড্রাইভিং ও যানবাহন এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  এ অভিযানের ২ ঘণ্টায় ৩৫ মামলা, ৩০ হাজার টাকা জরিমানা এবং সিএনজি ও বাসসহ মোট ৭টি পরিবহন ডাম্পিংয়ে পাঠানো হয়।  শনিবার হাইকোর্টের সামনের প্রধান সড়কের দুই পার্শ্বে সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিআরটিএ-এর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বশার এবং দেবাশীষ নাগ।অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবুল বশার জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে দুপুর দেড়টা পর্যন্ত মোট ৩৫টি গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।৪টি সিএনজি ও ৩টি বাস লাইসেন্স না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয়। এছাড়া মোট দুই মোবাইল কোর্ট মিলে ২৯ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।বিআরটিএ-এর প্রসিকিউটর আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, ফিটনেসবিহীন পরিবহন, লাইসেন্স-এর মেয়াদোত্তীর্ণ কিংবা হালকা ও ভারি যানবাহনের লাইসেন্স নবায়ন না করা এবং মিটারবিহীন প্রাইভেট সিএনজির বিরুদ্ধে এ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।এছাড়া চলন্ত পরিবহনে মোবাইলফোনে কথা না বলা, অতিরিক্ত যাত্রী না নেয়া, যানবাহনে ধূমপান না করতে অভিযানকালে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।জেইউ/এসএইচএস/এমএস