গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে শ্রীপুরের বরমী এবং ভোরে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ বাশতলী এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। শ্রীপুরে ব্যক্তির নাম সিরাজ উদ্দিন সিরু (৫৫)। তিনি বরমী বাজারের বস্তা ব্যবসায়ী এবং মাইছপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে, কালিয়াকৈরে নিহত ব্যক্তির নাম মামুন অর রশিদ (২৫)। তিনি কালিয়াকৈরের চান্দরা এলাকার আজগর আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করত। তিনি গাইবন্ধার মোতালেব হোসেনের ছেলে।শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাশিদুল হক জানান, রোববার সকাল ৯টার দিকে সিরাজ উদ্দিন বরমী থেকে বাজার করে বাসায় ফেরার পথে বাজারের পাশে পিকআপের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ জানান, ভোর ৪টার দিকে সাইকেলযোগে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ বাশতৈল মাছ বাজারের সামনে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম/এসএস/এমএস